কল্পনার মানুষকে নিয়ে বেশি কিছু লেখা যায় না, কেমন যেন আসলেমি ধরে গেছে। এই ব্লগ পর্বগুলো লিখতে আর ভালো লাগছে না। আসলে কল্পনার অনুসঙ্গ পাচ্ছি না। এভাবে মিথ্যে গল্পের ফাঁদ আর কতোদিন ধরে রাখা যায়? চেয়েছিলাম ডায়েরি লেখার মতো করে কিছু লিখবো। কিন্তু সত্যিই ভালো লাগছে না।
আমার এই ব্লগের তুমি সিরিজের লেখাগুলো'র ইতি টানতে হলো এখানেই। তবে চোখ রাখুন আমার অন্য দুই ব্লগ- http://nilkhota.blogspot.com/ এ । আশা করছি http://gagadeshis.blogspot.com/ ও কিছু লিখবো!
Wednesday, January 23, 2008
Subscribe to:
Comments (Atom)
