Saturday, December 15, 2007

তুমি ০৯

Offence is the best defence
তোমার কথা শুনে আমার এই কথাটাই মনে পড়লো! এটা কোথায় দেখেছি, শুনেছি কিংবা কে বলেছেন সেটা খুব একটা গুরুত্নপুর্ন নয় এখন! আমার কানে বাজছে তোমার কথা- 'তুমি কথা দিয়ো রাখোনি!'
কথাটা যে পুরোপুরি মিথ্যে তাও নয়! কিন্তু তোমার বলার ভঙ্গি দেখে মনে হলো মহা অন্যায় করে ফেলেছি আমি। অর্থটা আমি ঠিকই ধরে নিয়েছি, আমি যাতে উল্টো তোমাকে কিছু বলতে না পারি সে কারনেই এসব...
বাদ দাও, মনটা আজ খুব খারাপ সেটা কী তোমাকে আজ বলেছি?
শোন- বাজে একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমি। সম্ভবত সবাই! এতো অস্থিরতা, প্রতিকুলতা একপাশে সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুত্রটা আসলে আমার মতো অনেকেরই জানা নেই। কিছুই করতে ভাল লাগেনা ইদানিং।
বিশ্বাস করো তোমার কথা শুনছি না কিংবা রাখতে পারছি না। যতোই দিন যাচ্ছে ক্লান্ত হয়ে উঠছি। মনে হচ্ছে কিছুতেই আর কিছু হবেনা !!!
গতকাল আয়েশার সাথে কথা হচ্ছিল। ও তোমাকে তো বলাই হয়নি আয়েশা আমার অনলাইন ফ্রেন্ড, জার্মানির। এমন clear concept মেয়ে কমই দেখেছি! অনলাইনে যতোই কথা হয়, অবাক হই আমি। ওর সাথে কথা হচ্ছিল আমাদের পারিবারিক কাঠামো আর আমাদের কালচার নিয়ে। মেয়েটা এই উপমহাদেশের অনেক কিছুই জানে! যেমনটা বলছিলো -তোমাদের ওখানে তো ইচ্ছে করলেই রাস্তায় একজন ছেলে আর মেয়ে জড়িয়ে ধরতে পারবো না! হাত ধরতে গেলেও তো সমস্যা!
আমি বলেছিলাম- ভুল বলোনি! এভাবেই বেড়ে উঠেছি আমরা। আমাদের এই সংস্কৃতিটা মন্দ নয়। কী বলো?
- সরাসরি আমি উত্তর দিতে রাজী নই। তবে আমার মনে হয় এটা শুধুই ভনিতা!
কী রকম?-
আসলে তোমার মন যেটা করতে চাইছে সেটা তুমি করতে পারছো না। ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু করতে হচ্ছে তোমাকে।
তুমি মনে হয় জানো না আমাদের পারিবারিক কাঠামো অনেক স্ট্রং !
-জানি! এর অর্থ এটা ধরে নেয়ার সুযোগ নেই আমাদের মায়েরা সন্তানদের প্রতি উদাসীন! শুনো পৃথীবির সব মা-ই মা, বুঝলে! হ্যা এটা সত্য আমাদের জীবনে আবেগের এতোটুকু স্থান নেই। তার বিনিময়ে আমরা তো অনেক কিছুই পাচ্ছি। আমি জেনেছি তোমাদের অনেক শিশুই রাতে না খেয়ে ঘুমুতে যায়। পড়াশুনা করার সুযোগও কিন্তু পাচ্ছেনা ওরা। আসলে কিছু পেতে হলে তোমাকে তো কিছু হারাতেই হবে!
এনিয়ে অনেক কথাই হচ্ছিল, সেসব আরেকদিন বলবো। বলবো জার্মানির এই মেয়েটির 'আয়েশা' হয়ে উঠার গল্পও। তোমার কথা বলো? এটা কি জানো তোমার এভাবে রেগে যাওয়াটা বেশ উপভোগ করি আমি। মাঝে মাঝে ভয়ও পেয়ে যাই।
আরেকটা কথা- ১৩ ডিসেম্বর কখনোই ভুলবো না! উল্টে পাল্টে যাক সবকিছু, তারপরও না।
ভালো থেকো...

No comments: