Monday, October 1, 2007

পরি উড়ে গেছে ; আছে শুধুই কল্পনা !

ঠিক করেছিলাম প্রতিদিন কিছু হলেও লিখবো। পারছি না! ইদানিং সব কিছুই কেমন জানি হচ্ছে। পরিকল্পনা করছি, অথচ বাস্তবায়ন নেই।
আমার সব কিছুই এমন। একটা কাজও এখন পর্যন্ত ঠিকঠাক করা হয়ে উঠেনি।
এবার ঠিক করেছি সব কথা গুছিয়ে লিখে রাখবো এখানে। নতুন করে পরিকল্পনা করছি। পরিকল্পনার পরি না উড়ে গেলেই হয়...

No comments: