এনিয়ে আজ ৫ বার কথা হলো তোমার সঙ্গে। দুপুর গড়িয়ে বিকেল হয়নি এখনো। শোবার আগে আরো কতোবার যে কথা হয় কে জানে!হোক, যতো বেশি হবে ততোই ভালা লাগা ছুঁয়ে যাবে আমাকে। তোমার প্রতীক্ষাতেই তো থাকি সারাক্ষন।
তুমি আরো আগে এভাবে আসলে না কেন? জানি এমন প্রশ্ন অবান্তর। করছিও না। আমি অতীতের বদলে বর্তমান আর ভবিষ্যত নিয়েই ভাবছি এখন। ভাবছি তোমাকে নিয়ে। এভাবে কখনোই কাউকে চাইনি আর। আমার মনটা এমন সৎ হয়ে উঠেনি কখনো।
এভাবেই চলছে গত ১৫ দিন। চলতে দিতে চাই পুরোটা জীবন। বেশ আছি... তোমাকে ছাড়া কিছু ভাবতে মন চাইছে না।
তুমি লিখেছো- সারাক্ষনই নাকি তোমার ভাবনায় আমি। আমাকে ছাড়া নাকি চলবে না তোমার। সমস্যার পাহাড় সামনে, তারপরও তুমি আমাকেই চাইছো। শুধু আমাকে। খুব বেশি পাগলামি করছো...
তাতে কী। আমিও বেশ উপভোগ করছি এসব। তোমার সব, সবকিছু ভাল লাগছে। আমারো আর কিছু চাই না।
মোবাইল বাজছে, আমি নিশ্চিত তুমিই।
এতোক্ষন তো তোমারই প্রতীক্ষায় ছিলাম...
Wednesday, October 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment