অথচ এখন এই আমিই সকালে ঘুম থেকে উঠেই প্রতীক্ষায় থাকি, কখন কথা বলা যাবে তোমার সাথে। তুমি সেটা জেনে গেছো বলেই হয়তো তোমার ফোন কলেই ঘুম ভাঙ্গে আমার। নিচু গলায় কথা বলি দুজন...
আজ সকালেও ভাবছিলাম কখন বেজে উঠবে আমার সেল ফোন। বিছানাতে শুয়ে যখন আমি প্রতীক্ষায়, তখনই নতুন সেট করা রিং টোন বেজে উঠলো। শুয়ে থেকেই হাত বাড়িয়ে মোবাইলটা তুলে নিলাম। না, এটা তোমার নাম্বার না। কিংবা হতেও পারে। জুবায়ের ভাইয়ের নাম্বার থেকেও তো মাঝে মধ্যে কথা বলো। হতে পারে ভেবেই কল রিসিভ করে ধাক্কা খেলাম।
অপর প্রান্ত থেকে একজন বলে উঠলেন- ভাই আমার নিউজটা কি ছাপা হইছে?
মেজাজটা এতো খারাপ হয়েছে যে কী উত্তর দেবো ভাবছি।
ঘুম জড়ানো কন্ঠে বললাম- কে আপনি ,কিসের নিউজ?
- ভাই আমি আমজাদ, ওই যে কাল যে পুরান ঢাকায় প্রেফতারের একটা নিউজ দিয়ে আসলাম আপনার কাছে।
এবার মেজাজ খারাপের পারদটা আরো উপরে। তারপরও তোমাকে দেয়া কথা মতো রাগটা চেপে রাখলাম। বললাম ভাই নিউজটা আমি লিখে নিউজ এডিটরকে দিয়ে দিয়েছি ; ছাপা হওয়া না হওয়া সেটা আমার ব্যাপার না।
এ কথা বলেই লোকটা কি বলে সে সুযোগ দেইনি।
ফোনটা কেটে দিলেও মনটা খারাপ হয়ে আছে। আজ দিনটা কেমন যায় কে জানে? আচ্ছা তুমি কি করছিলে এতোক্ষন? কেন ঘুম ভাঙালে না আজ? এ কথাটা কি আবারো বলে দিতে হবে যে সকালে উঠে তোমার সঙ্গেই প্রথম কথা বলতে খুব ইচ্ছে করে আমার...
Saturday, October 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment