Saturday, October 27, 2007

তুমি ০৪

তুমি কাঁদছো! তোমার মনটা আজ খুব ,খুবই খারাপ -খবরটা শোনার পর থেকেই স্তব্ধ হয়ে আছি। কিছুই করতে ভাল লাগছে না। কিছুক্ষন বসে ছিলাম টেলিভিশনের সামনে। চোখ টিভি পর্দায়, কিন্তু মন পড়ে অন্য কোথাও। জানি না কী হয়েছে আমার। এখন আমি আর কী করতে পারি। এতো দুরে থেকে কিছু করারও যে সুযোগ নেই।
তাড়াহুড়ো করে দুই মিনিট কথা বললে। কথার চেয়ে কান্নার শব্দটাই বেশি আসলে আমার কানে! আমি শুধু একটা কথাই বলতে পারলাম তোমাকে- দেখো সব ঠিক হয়ে যাবে।
কেন কাঁদছিলে, কেন তোমার আকাশ ঝেপে বৃষ্টি নেমেছে, জানতে পারিনি। তুমি শুধু বললে - পরে বলবো।
ফোনটা রেখে দেয়ার পর থেকেই অস্বস্তিতে আছি। তোমার মতো ওভাবে হু হু করে কাঁদতে পারলেই হয়তো ভাল লাগতো। বুঝতে পারছি না কিছুই। গলার কাছে যেন কষ্ট আটকে আছে! সেই কষ্ট কান্না হয়ে কখন যে ঝরে পড়বে?
মন খারাপ থাকলে তুমি কী করো সেটা তো ওইদিনই বললে। আমি কী করি জানো? মন আরো খারাপ করে দেই। গান শুনি। গান শুনতে শুনতেই এক সময় শব্দ করে কেঁদে উঠে আমার ভেতরের অন্য এক আমি। আমার কথা ও শুনে না। অবুঝের মতো কেঁদে যায়। থামতেই চায় না চোখের সেই বৃষ্টি...

Get this widget | Track details | eSnips Social DNA

No comments: