Wednesday, October 24, 2007

তুমি ০২

শীত কী এসেই গেলো নাকি। কি জানি! শেষরাতে কাল বৃষ্টি নেমেছিল হয়তো। জানালা খোলা ছিল। হয়তো বৃষ্টির ছাট এসে লেগেছিল গায়ে।
শীত ভাল না লাগলেও ভাললাগার এই তুমি এক শীতেই এসেছিলে। আমার স্মৃতি একটুও প্রতারণা করছে না; সব মনে আছে এখনো। হয়তো তোমারও।

eita tomar gaan-ch...

No comments: