পাঁচদিন হলো তোমাকে দেখি না। আবার দেখিও!
একটু আগে হিসেব করলাম, তোমায় শেষ দেখেছি পাঁচদিন আগে। শেষ বিকেলে তোমার মুখের হাসি বলে দিচ্ছিল অনেক কথা। তোমার চোখের ভাষাটাও পড়ে নিয়েছিলাম। প্রতিবারই চলে আসার সময় এমন করো কেন তুমি? ইচ্ছে ছিল, তারপরও থাকা হয়নি।
অবশ্য একটুও মিস করছি না তোমাকে। সব সময় তুমি তো আমার কাছেই থাকছো।
এভাবে যেমন আর কখনো ভালবাসোনি, কাছেও থাকোনি এভাবে আর!
বিশ্বাস করো তোমার প্রতিটি নিশ্বাসই যেনো গায়ে এসে লাগে আমার। প্রতি মুহুর্তে টের পাই তোমার অস্তিত্ব।
(অসম্পুর্ন)
Wednesday, October 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment