Wednesday, October 24, 2007

এইতো আমি...

এখন মনে হচ্ছে সবকিছই আরোপিত! নিজের সঙ্গে নিজে অভিনয় করা যাওয়া! বেশ কিছুদিন ধরেই নিজেকে অনুভুতি শুন্য একজন মানুষ হিসেবে দাড় করানোর চেস্টা করছি। সেটা সেই চেস্টা হয়েই থাকছে। এখন যেন আগের চেয়ে আরো আবেগ, অনুভুতি প্রখর হয়ে উঠেছে আরো। এই যেমন এখন মনটা বিষন্ন হয়ে আছে!
* অসম্পুর্ন (পরে এক সময় শেষ করবো)

No comments: